ভালো লাগে
যখন পূজার গন্ধ
ভাসে বাতাসে ;
ঘরে ঘরে নতুনভাবে
সাজসজ্জা করে।
নতুন পোশাকের
নতুন নতুন গন্ধ আসে
সব কিছুই নতুন লাগে
তখন ভালো লাগে ভালো লাগে।
ভালো লাগে উৎসবের গন্ধ
সবার মনে জাগে আনন্দ
বিশ্ব নিখিল মাতোয়ারা
এল আলোকের ঝর্ণাধারা।
আজ যদি থাকত রাজা
বাজত ডিস্কো ব্যাণ্ড বাজা
বইত আনন্দের মুক্ত ধারা
আজ সে ত নেই
এতো আনন্দ তবু
দুঃখের শেষ নেই
রোদন আসে কণ্ঠ ভেদ করে
ভগবান দাও ওকে ফিরিয়ে।