ভেবেছিলাম রাজা হব
আর সবাই দাস হবে,
তাই অঙ্গ বঙ্গ জয় করলাম।
শেষে গেলেম কলিঙ্গ দেশে
স্বাধীন চেতা কলিঙ্গরা লড়ল প্রাণপনে।
লড়াই হলো অতি প্রচণ্ড
হাজার প্রাণের বিনিময়ে।
সেই বীভৎস দৃশ্য দেখে চিত্ত হল ব্যাকুল
মানুষের আর্তনাদে দেবতারা হল আকুল
মাতা পিতা শিশুদের রোদনধ্বনিতে পৃথিবী কাঁদল
হাহাকার হাহাকার হাহাকার
শবের পরে শব ফেলে হল স্তূপাকার।
জয় হল বিজয় স্তম্ভ গড়ল
কিন্তু হিংসার পরাকাষ্ঠা
দেখে মন ঘৃণায় ভরে গেল
ব