আগুন!আগুন জ্বলছে বিশ্বজুড়ে
যেন ভৈরব আজ শুষে নিতে
চায় পৃথ্বীরে।
এই আগুনে নটরাজ নাচে
তা থৈ তা থে
মহেশ্বর তবু বলে মাভৈ মাভৈ;
আগুনের তেজ রোজ বেড়ে যায়
জলদেবতার সন্ধান না পায়।
তাই জল ত আসে না
অভিমানে বলে বরুণ দেবতার
পূজা কেন হয় না।
কে যেন হোমযজ্ঞ করছে
সারা পৃথিবী জুড়ে ;
তার হোমানলে জল ঊর্ধ্বে
উঠছে বাষ্প হয়ে
তাই আগুনের ঝর্ণধারায়
পৃথিবী স্নান করছে।
মরছে মানুষ মরছে পশু
তৃষ্ণার জল বিনে
নটরাজের তাণ্ডবের শিকার
জীবলোক হয়েছে।
হে বরুণদেব অনেক শিক্ষা হয়েছে
এবার তোমার পূজা করবে মানুষ
জল সুরক্ষার ব্যবস্থা করে।
(বরুণদেব জলদেবতার নাম)