চল চল চল এগিয়ে চল
ঊর্ধ্বে উড়ুক জয়নিশান
বাজুক রুদ্রের মরন বিষাণ
শত্রু হবে পরাজিত এগিয়ে চল।
ভয় নাই ওরে ভয় নাই
ধর্মকে সাক্ষী রেখে
দৃঢ়পদক্ষেপ নিয়ে এগিয়ে চল।
দুষ্ট জনের জমাত হয়েছে
মানব ধর্মে আঘাত লেগেছে
তাই এ জমাত ভেঙে দিয়ে এগিয়ে চল।
শক্ত যা তাই সাধতে হবে
ধর্মবোধ জাগাতে হবে
লোভ তৃষা দূরে রেখে এগিয়ে চল।
হয়তো সে কাজে বাধা আসবে
অবুঝ মন প্রতিদ্বন্দ্বী হবে
তবু ভয় না করে এগিয়ে চল।