ওরে ওরে ধর্মের কথা
তুই আর বলিস না
ধর্ম এক আদর্শ পথ
নয় কোনো দুর্ভাবনা।
ধর্মের বোঝা কাঁধে নিয়ে
মানুষ হত্যা করছিস;
গৃহদহন করে এবার
নিরীহ সাধুদের ওপর
অত্যাচার করছিস।
দেশের দশের ভালো না করে
বিভেদ নীতি মানাচ্ছিস;
কি পূণ্য কামাচ্ছিস তুই
দু দিনের মেহমান;
খুন ধর্ষণ গৃহদহন শোনাবে
তোর কীর্তির পরিমাণ।
সব ধর্ম শান্তির কথা বলে
হিংসা দ্বেষের কথা বলে না;
সদ্ভাবে থাকুক সবে
মিথ্যার বুনিয়াদ স্থায়ী হয় না।