অচিন দেশের অচিন
পুরে যেতে চাই ;
যাব ওগো যাবই আমি
তার ঠিকানা চাই।
সে দেশ কোথায় জানিনা
শুধু জানি সে দেশ
সোনায় ভরা
গোল্ড প্লানেট নামা।
আমেরিকার রকেট
খুঁজতে খুঁজতে তার
সন্ধান পেয়েছে ;
জীবনের সন্ধান করতে
গিয়ে না -জীবন পেয়েছে।
আমি হোথায় যেতে চাই
ভারতের জন্য রত্ন
আনার আকাঙ্ক্ষায়।
গ্রহে উপগ্রহে কত মূল্যবান
পাথর আছে
কেউ তা জানে না
তাই অচিন দেশে
যাব আমি
চাই তার ঠিকানা।