মানুষ আগুন নিয়ে খেলছে
নতুন নতুন বোমা বানাচ্ছে;
তার উপযোগ করছে
লক্ষ মানুষ মরছে।
আজ অর্ধেক পৃথিবী যুদ্ধগ্রস্ত
মানবাত্মা কাঁদে মানুষ ত্রস্ত;
তবুও যুদ্ধবাজ বোঝে না
ব‍্যবসায় কম হলে চলে না।
যে আগুন তোরা জ্বেলেছিস
নিজে সে আগুনে হবি ছাই;
পৃথিবী হবে জ্বলন্ত পিণ্ড
বাঁচাবার কেউ নাই।
তাই এখনো অস্ত্র সম্বরণ কর
আগুনের খেলা ছেড়ে ধৈর্য্য ধর;
লোভের খেলা হিংসা দ্বেষ
দূর করে দ্বন্দ্ব পরিহার কর।
হয়তো তখন পৃথিবীর
সুদিন আসবে ;
জগত পরিশুদ্ধ হবে
মানুষ মানুষকে ভালোবাসবে।