লক্ষ লক্ষ শহীদের
রক্তের বিনিময়ে
এসেছে স্বাধীনতা ;
দয়া মায়াহীন অত্যাচারীর
পাশবিকতার হলো শেষ
স্বাধীন হলো ভারতমাতা।
নতুন ভারত সাজিয়ে নিয়েছে
নিজেকে দুর্নিবার;
বিশ্বে মাতা স্থান পেয়েছে
চাই শ্রেষ্ঠ আসনের অধিকার।
চাঁদের বুকে ঝাণ্ডা গেড়ে
হয়েছে বিশ্বে আকাশবীর;
ঝাঁকে ঝাঁকে মিসাইল বানিয়ে
করল গগনভেদী উচ্চ শির।
আজ এই স্বাধীনতার দিনে
প্রতিজ্ঞা কর যত ভারতবীর;
বিশ্বাসঘাতকদের মায়াজালে
বিকোবে না মায়ের উচ্চ শির।