সাতসকালে তাকিয়ে দেখি
      কালো কাকের মেলা,
নিকটে তার শিশু জলায়
      মাছেরা করে খেলা!
পড়েছে ক্ষ্মায় রবির কিরণ
উজ্জ্বল আর সোনার বরণ
চিত্ত মোর নেচেই ওঠে
       একেবারে প্রত্যুষবেলা!
সাতসকালে তাকিয়ে দেখি
       কালো কাকের মেলা!

শয্যা ত্যাজি  বাহিরে এলুম---
        বর্জিলাম আমি ঘরে,
বাহিরে আসি প্রকৃতির রূপ
        নিতেছি লুঠ করে!
  রবির কিরণ ঝিকিমিকিছে
  তাই তো মোর হৃদি নাচে,
বাহিরকে আমি ভালোবাসায়
         নিতেছি ভিতরে পুরে!
শয্যা ত্যাজি বাহিরে এলুম
         বর্জিলাম আমি ঘরে!

এমন দৃশ্য হেরিব কতদিন
         নিশ্চয়তা তার নাই,
হয় তো আজ নয় দু'দিন
         একশো বছর পাই!
   সঙ্গে পুলক পেলাম ব্যথা
   মনে পড়ে আপন কথ,
আমরা তো অসহায় মানব
          তাই তো ভেবেই যাই!
এমন দৃশ্য হেরিব কতদিন
           নিশ্চয়তা তার নাই!

@@@@@@@(সমাপ্ত)@@@@@@@
২২--০৩--'১৭