জীবন মোকে কর হে ক্ষমা
    বলি গো তোমায় প্রণিপাতি,
সাদরে নাও করে বরন
    পাল্টে ফেলে আপন মতি!
  অপরাধ গো নিও না মোর,
  ক'রো না বন্ধ হৃদয় দোর
জানি আমি তোমার সনে
      করেছি অন্যায় ঢের অতি!
জীবন মোকে কর হে ক্ষমা
       বলি গো তোমায় প্রণিপাতি!

দগ্ধ হয়ে অনুুশোচনানলে
      লুটে পড়ি গো তোমার পায়,
যত পার কর গো তিরস্কার
      দিও না কিন্তু ফিরিয়ে আমায়!
   বড় আশায় পড়েছি লুটে
   তোমার কোমল চরনপুটে,
তাকিয়ে দেখ মোরপানেতে
        আঁখিলোরধারা যায় বয়ে যায়!
দগ্ধ হয়ে অনুশোচনানলে
         লুটে পড়ি গো তোমার পায়!

ক্ষমিতে যদি হও গো নারাজ
        লইব আমি কোথায় শরণ,
আপন ভাবি বাহুপাশিয়া
        কে মোকে হায় করিবে বরন!
   লও গো মোকে বক্ষে টানি,
   হতেছে মোর আস্থা হানি!
তুমি না আমায় ক্ষমিলে জীবন
         কাঁদিছে যে মোর অন্ত:করণ!
ক্ষমিতে যদি হও গো নারাজ
          লইব আমি কোথায় শরণ!

০০০০০০সমাপ্ত০০০০০০০০০
০৬/০৪/'১৭