প্রত্যুষে-সাঁঝে বিরাজে বিরাজে
      অধরা স্বপ্নের কোমল কায়া,
স্মরি স্মরি উঠে হায় শিহরি
      আমার আপন তৃষ্ণার্ত হিয়া!
  অধরা স্বপন বিরাজে নিত্য
  ইহা তো এক চিরন্তন সত্য,
আমি এখন আছি দণ্ডায়মান
       ঘিরিছে মোকে তিমির ছায়া!
প্রত্যুষে-সাঁঝে বিরাজে বিরাজে
       অধরা স্বপ্নের কোমল কায়া!

শশকের ন্যায় ব্যস্ত জীবন
       উঠিছে সহসা হায় ছটপটি,
জীবনখানি ব্যর্থতায় ভুগে
       ধূলির 'পরে পড়িছে লুটি!
  জ্বলেপুড়ে আজ তিক্ততায়
  চিৎকারিছে এ জীবন হায়!
এ জীবন হায় আবেগবসে
        আবাস হতে পেতে চায় ছুটি!
শশকের ন্যায় ব্যস্ত জীবন
        উঠিছে সহসা হায় ছটপটি!

তালাবদ্ধ করেছি ইহারে গো
      কেমনে হবে ইহা আর বাহির,
বদ্ধাবাসে বিচরে গো সদা
      রহে না ভিতরে আদৌ স্থির!
  উল্লেখিয়া আমি গো তায়
  অনেক কথা বলি যে হায়,
বুঝিয়া তারে বলি আমি
       তুমিই হেথা যে মহান বীর!
তালাবদ্ধ করেছি ইহারে গো
        কেমনে হবে ইহা আর বাহির!

]]]]]]]]]]]]]]]
০৫/০৪/'১৭