মনটি বসে কাঁদে দ্বারে
চোখের জল ফেলে,
ফিসফিসিয়ে আপনারে
নানান কথা বলে!
চিন্তা করে বসি বসি
নাই বদনে একটু হাসি,
দহে শুধু ছটপটিয়া
অসহনীয় তীব্রানলে!
কারন,
বসন্ত যায় চলে!
কানের কাছে মুখটি রাখি
খেদোচ্ছ্বাসে সে দোলে,
ধীরে ধীরে যায় যে শয়ন
ব্যর্থতার গো কোলে!
দু:খের কথা জানায় মোকে,
আচ্ছন্ন সে গভীর শোকে!
মনে করে বহুকিছু
হারাইতেছে পাপের ফলে!
কারন,
বসন্ত যায় চলে!
অনেক পরে কেঁদে কেঁদে
কিয়ৎ চোখ সে মেলে,
অবুঝ চিত্ত বোঝে না কিছু
যায় আঁখিলোর ফেলে!
জড়িয়ে ধরে তায় চুম্বন করি,
পুলকে তায় দেই যে ভরি!
সব শুনে সে সবার শেষে
উল্টো কথাই সে বলে!
কারন,
বসন্ত যায় চলে!
++++++সমাপ্ত++++++++
--------------------------------------