আমায় কবে যেতে হবে
     ব'লো ওগো আগের থেকে,
হঠাৎ করে এসে প্রভু
     যেন তুমি জ্বালিও না মোকে!
   আগের থেকে দিয়ো জানিয়ে
   কাঁপবো না তো আমি ভয়ে,
আসলে তো গো যেতেই হবে
      মরবো কেন আমি হায় শোকে!
আমায় কবে যেতে হবে
       ব'লো ওগো আগের থেকে!

ব্যাস্ত আমি সদাই হেথা,যায়
        ক্রিয়া-বিক্রিয়ায় এ জীবন,
কত নবীন,কত প্রাচীন----
         সকল সনে হয় আলাপন!
  হাতে করে গো পুষ্পডালি
  তোমার আদেশ সূক্ষ্ম পালি
এই মন্দিরে বসে পূজে
          আমার এ-হেন পবিত্র মন!
ব্যস্ত আমি সদাই হেথা,যায়
          ক্রিয়া-বিক্রিয়ায় এ জীবন!

তাই তো বলি, আগের থেকে
          জানিয়ে দিও তোমার ভাষা,
সহসা যেন দিও না ভেঙে
          মোর চিত্তের সকল আশা!
    আছি আমি গো যাইতে রাজি
    তার আগে মা'য় দেবো সাজি,
একটু আগে জানিয়ে দিও
          কবে হবে এ ছাড়তে বাসা!
তাই তো বলি,আগের থেকে
          জানিয়ে দিও তোমার ভাষা!

-------------সমাপ্তঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ