প্রেয়সী,জড়িয়ে রেখো না মোকে
       সদা তব বাহুডোরে,
চাই না লাভিতে সদা
              তব বুকের ঊষ্ণতা
যা মোকে করিবে উন্মত্ত,
   কাম-লোভ বাড়িবে শতগুন,
তোমার রূপ-যৌবন নেশায়
      মত্ত হব আমি!
আমি হয়ে যাবো অন্ধ,
          হেরিতে নারিবো এই
সুবিসাল ধরিত্রী,
      গণ্ডিতে আবদ্ধ হবো,
গ্রাসিবে মোকে সংকীর্ণতা!

তোমার ওই অনন্য ঊষ্ণতার
     আমি যদি অনুভবি স্বাচ্ছন্দ,
দানি যদি তোমায় একা
           সকল অধিকার,
এ-সমাজকে কী পারিব আমি দিতে!
তোমার রূপের মোহে হলে
       আচ্ছন্ন,
নিজেকে সঁপে দিলে
তোমার নিকট,তোমার করে
পেয়ে তনুতে তোমার কোমল হাতের
আবেগময় স্পর্শ---
            অনুরাগের দুর্লভ ছোঁয়া,
   আমি যে স্থাপিব অবজ্ঞার
জগতে,করিত নারিব জবাবদিহি
     এই সমাজের কাছে!

      
  আমায় তুমি দয়া করে
     সময়ে কর ব্যবহার,
তবে নয় সকল সময়!
  আমি তোমায় দিতে প্রস্তুত সবই,
     নিতেও রাজি,
তবে বেঁধ না আমায় তোমার কঠিণ
       বেড়াজালে!
আমায় রেখো না শান্ত করে
তোমার রূপ-সুরা পানে!
পরিও না মোর পায়ে তোমার
       ওই অবিনশ্বর যৌবননিগড়!
আমি যদি পান করি সদা
   তোমায় অহর্নিশ,
  বাকিগুলির বুঝিবো না স্বাদ!
আমায় তুমি আটকে রেখো না
     অনুরাগের শৃঙ্খলে,
কারণ, আমি শুধু তোমার নয়,
    আমি সবার তরে!

(((((((((((((((((সমাপ্ত))))))))))))))))