আবার যদি হয় গো আসা
ভারততীর্থের কোলে,
অনেক কিছুই করবো আসি
রাখলাম আগেই বলে!
অনেক কিছুই করতে হবে
যতক্ষন মোর নিশ্বাস রবে,
অবার আমায় উঠতে হবে
পড়লেও আমি ঢোলে!
আবার যদি হয় গো আসা
ভারততীর্থের কোলে!
মাতৃজঠরে লভিয়া জনম
বুঝিয়াছি মায়ের কেমন স্বাদ,
তাই সবারে ত্যাজিতে পারি
মাকে দিতে পারিই না বাদ!
আমার এ মা জগতে সেরা
কন্যারূপে ভাবে যে ধরা,
আমার মায়ের কোথাও খুঁজে
পাবে না কেউ একটুও খাদ!
মাতৃজঠরে লভিয়া জনম
বুঝিয়াছি মায়ের কেমন স্বাদ!
তাই তো ভাবি আসলে আবার
আসবো আমার মায়ের কোলে,
মায়ের দুঃখ করিবো মোচন
মুছে দেবো গো চোখের জলে!
যদি আমি আসি আবার
চাই আমি কোলটি মা’র,
নিশ্চই আমি আসিবো গো
আপন পরিশ্রমের পুন্যফলে!
তাই তো ভাবি আসলে আমার
আসবো আবার মায়ের কোলে!
************সমাপ্ত**********