মনময়ূরী নাচিছে গো
বসন্তের ছোঁয়া পেয়ে,
চিত্ত হতে আবেগধারা
নিরবধি যায় যে বয়ে!
মনময়ূরী গো পেখম মেলে
পুলকনেশায় পড়ে ঢোলে
ছন্দে তালে নৃত্যিতে নৃত্যিতে
আবেগধারায় যায় যে বয়ে!
মনময়ূরী নাচিছে গো
বসন্তের ছোঁয়া পেয়ে!
হরষাচলে নৃত্যিছে গো
মেলে পেখম রঙিন ডানা,
এখন তো তার নাচার সময়
করিবে কে তাকে মানা!
শুনে না বারন মানস আমার
হেরায় তার আপন বাহার,
এখন যে তার নৃত্যের সময়
খাওয়ার সময় নাই তো দানা!
হরষাচলে নৃত্যিছে গো
মেলে পেখম রঙিন ডানা!
মন মেতেছে আবেগনেশায়
আবেগ ধারনের নেই তো কেউ,
উথলে উঠে বুকের তটে
তরঙ্গাইত উচ্চ শত আবেগেঢেউ!
আমি ওগো ইহার পেছনপানে,
এখন কি মোর কথা গো শুনে!
দেখি কতটা হয় নিয়ন্ত্রন
পশ্চাতে তার লেগে আছিই ফেউ!
মন মেতেছে আবেগনেশায়
আবেগ ধারনের নেই তো কেউ....!
০০০০০০০০০সমাপ্ত*************
১৯/০৩/'১৭