প্রেয়সী, জানো তো পূর্বে ভারতের
বাংলাদেশ আর মায়ানমার,
পশ্চিমেতে হিংস্র পাকিস্তান
নতুন করে কী আছে বলার!
যখন ফিরিবে গো উত্তরেতে
হেরিবে নেপাল,চিন,ভুটানকে
আরও আছে আফগানিস্তান
সাধ জাগে তায় গো দেখার!
জানো তো পূর্বে ভারতের
বাংলাদেশ আর মায়ানমার!
প্রেয়সী, দক্ষিনেতে মালদ্বীপ,শ্রীলঙ্কা--
ভারত মায়ের দখিনপানে,
নয় ভূ-খণ্ড রেখেছে ঘিরে
যতনে আর গো অযতনে!
নয় দেশেতে ভারত ঘেরা,
মাঝে মাঝে ভাঙছে বেড়া
পাকিস্তান, তাই স্বস্তিশূন্য চিত্ত
শান্তি নাই তো আদৌ মনে!
দক্ষিনেতে মালদ্বীপ,শ্রীলঙ্কা--
ভারত মায়ের দখিনপানে!
প্রেয়সী, তোমার পূর্বে উজ্জ্বল ভবিষ্যৎ
পশ্চিমেতে শত বর্জিত স্মৃতি,
উত্তরে শত পুলকচ্ছটা
দক্ষিনে তোমার মধুর গীতি!
তোমার এ-হেন চতুরসীমা,
সৃজিছে তোমায় মনোরমা
চতুর্দিকে ছড়িয়ে এখন
তোমার তরে গো লক্ষ প্রীতি!
তোমার পূর্বে উজ্জ্বল ভবিষ্যৎ
পশ্চিমেতে শত বর্জিত স্মৃতি!
প্রেয়সী, কিন্তু, মোর হায় চতুরসীমা---
পূর্বে বিরাজে শুধু হাহাকার,
পশ্চিমেতে দাঁড়িয়ে লক্ষ
ব্যর্থ ব্যথিত স্মৃতি আমার!
উত্তরেতে শুধ গো গিরিখাত
দক্ষিনেতে শত অভিশাপ,
সীমানা পেরিয়ে বহির্দেশে
যাবার উপার নাই তো আর!
কিন্তু, মোর হায় চতুরসীমা
পূর্বে বিরাজে শুধু হাহাকার........!
***************সমাপ্ত----------------------
১৭/০৩/'১৭