ভারত-চিনের সীমান্তরেখা
      জানো তো প্রেয়সী "ম্যাকমোহন লাইন",
এপার হতে ওপারেতে
       যাবার কোনো নাই তো গো আইন
    পাসপোর্ট আর ভিসা ছাড়া,
    এমন গো হায় আইন কড়া!
এপার থেকে দেখতে হবে
       হয় তো হোথায় দাঁড়িয়ে পাইন!
ভারত-চিনের সীমান্তরেখা
       জানো তো প্রেয়সী "ম্যাকমোহন লাইন"!

ভারত-পাকিস্তানের সীমান্তরেখা
               জ্ঞাত প্রেয়সী "রাডক্লিফ লাইন",
এখন সেথায় অহর্নিশ
                শয়তানরা ভাঙিছে আইন!
    ভূস্বর্গে আজ শুধু আলোড়ন
    গাত্রে তাই সদা যে শিহরণ,
জীবন যেন লবনাম্বুসম
                দাঁড়িয়ে যেমন ক্যাওড়া বাইন!
ভারত-পাকিস্তানের সীমান্তরেখা
                জ্ঞাত প্রেয়সী "রাডক্লিফ লাইন"!

"ডুরান্ড লাইন" নামে খ্যাত
      ভারত-আফগানিস্তান সীমান্তরেখা,
যেখানে দুই দেশের লোকের
      পরস্পরের সনে গো হয় যে দেখ!
  দুই সীমান্তে কত যে পাহারা
  নইলে হয়ে যাবে গো সাহারা
কী বলতে চাহিতেছি
       একটু হলেও হতেছে কি শেখা?
"ডুরান্ড লাইন" নামে খ্যাত
       ভারত-আফগানিস্তান সীমান্তরেখা!

পাক-অধিকৃত কাশ্মীরাংশ
       ভারতের ভিতর যতটা আছে
তাদের সীমান্তরেখা জানো
      "লাইন অব কন্ট্রোল" রূপেই বাঁচে!
  চিন যতটা গো করেছে অধিকার
  "লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল" তার
নাম, প্রেয়সী জানো ইহাও,
       কিন্তু আমার হৃদয় গো হায় প্যাঁচে!

তোমার -আমার সীমান্তরেখা
       সত্যিই কি বিচ্ছেদ প্রিয়া,
আমায় দেখিতে একটিবার
      একবারও কি কাঁদেনি হিয়া!
  দুই দিকেতে দাঁড়িয়ে মোরা
   জীবনখানি ব্যর্থতায় ভরা
আমি কি তোমায় ধরিবো বক্ষে
    সীমান্তরেখা পার হইয়া গিয়া?
তোমার-আমার সীমান্তরেখা
     সত্যিই কি বিচ্ছেদ প্রিয়া?

************সমাপ্ত**************
-------------------------------------------------