বেশ কয়েকটা বছর কেটে গেল,
তুমি আমি বিচ্ছিন্ন হয়ে
গেলাম চিরতরে!
অনেক বছর না হলেও
অনেকটা দিন!
তুমি আর আমি আজ পরস্পর
বিপরীতমুখী!
আজ আমরা যতই সামনে
এগিয়ে যাচ্ছি,
আমাদের মাঝে দূরত্ব ততই
বাড়ছে!
কারন আজ আমাদের গন্তব্যস্থল
বিপরীত মেরুতে বিরাজমান!
আজও আমার মনে পড়ে
তোমার বিদায়বেলাক্ষন!
দু'চোখে সেদিন জল ভরে
এলেও
তা তার যথার্থ মূ্ল্য পায়নি,
তাই গাল বেয়ে গড়িয়ে পড়তে পড়তে
শুকিয়ে গেল,
যেমন করে মরুভূমিতে নদী
হারিয়ে যায়!
আজ সত্যিই বড় কষ্ট হয়!
বিজন পথের আজ আমার
নিত্য বিচরন!
তুমি কেমন আছো তা আমি জানি
কিন্তু,
আমি কেমন আছি
তা তুমি জানই না!
কতকিছু আসে যায় কিন্তু
স্মৃতিচ্ছটা থেকেই যায়!
তাই তুমি নেই তবুও
তোমায় জড়িয়ে ধরে বসে আছি!
একতিলও মনে শান্তি নেই
তবুও আমি ভালো আছি!

।।।।।।।।।।।।।সমাপ্ত----------