আমায় লয়ে খেলছে সবাই
        এতে কি প্রভু তুমিও খুশি?
শ্রবন, মোর হৃদয় মাঝে
         বাজে সদাই ব্যথার বাঁশি!
  তুমিও কি খেলছো মোর সনে
   জ্বলি যে আমি আপন মনে,
মনে হয় যেন ধূলির 'পরে
          একেবারে আমি গেলাম মিশি!
আমায় লয়ে খেলছে সবাই
          এতে কি প্রভু তুমিও খুশি?

সবাই যদি খেলে গো মোকে--
        খেলনা সম হই গো হেথা,
হাসবে সবাই ব্যাঙ্গের সুরে
         কিন্তু আমিই পাবো ব্যথা!
   মোর বিচার তোমার 'পরে
   বিচারি হায় গো কী করে?
শুনতে কি পাও প্রভু গো আমার
          বলি গো আমি যে যে কথা?
সবাই যদি খেলে মোকে--
          খেলনা সম হই গো হেথা......!

যতই খেলুক আমায় লয়ে
       খেলতে আমি আদৌ না চাই,
বিদায় লয়েও এখান থেকে
      চিরতরে যেন প্রভু থেকে যাই!
   ঝরে গিয়েও দানবো সুবাই
   এটাই তো মোর চিত্তের আশ,
এমন সুযোগ,এমন সময়
       প্রভু যেন সদা গো পাই!
যতই খেলুক আমায় লয়ে
       খেলতে আমি আদৌ না চাই!

!!!!!!!!!!!!!সমাপ্ত!!!!!!!!!!!!!!!
১৪/৩/'১৭