চৌদ্দহাজার একশত
       পঁচাত্তরটি দাঁত লয়ে
একশত পঁয়ত্রিশ পাটিতে
       সুন্দরের ন্যায় সাজিয়ে
    আপন মনে ঘুরে বেড়াই
    কামড়ানোর কিন্তু শক্তি নাই
আমি যখন চলি পথে
          যায় না ভয়ে কেউ পালিয়ে!
চৌদ্দহাজার একশত
          পঁচাত্তরটি দাঁত লয়ে.........!

বিয়ে করেছি চারশত
          তবুও বুঝিনি পুরুষের স্বাদ,
দেখিলাম তো সবাই একই
          সবার মাঝেই বিরাজে গাদ!
   সব পুরুষেরই স্বাদ সমান
   সুরা সম তো করিলাম পান
মনে হয় করি নতুন কিছু
           সকলকে এদের দিয়ে বাদ!
বিয়ে করেছি চারশত
           তবুও বুঝিনি পুরুষের স্বাদ!

এই ধরাতে সবার বেঁটে
        আছে যত মানবজাতি--
ঈশ্বর আমায় করেছে এমন
         কী করেছি তাহার ক্ষতি!
     মহারাষ্ট্রে গো জন্ম আমার
     ক্ষুদ্র মোর রূপের বাহার
ঈশ্বরের এক এমন ভুলে,হয়
          সহিতে মকে অনেক মতি
এই ধরাতে সবার বেঁটে
           আছে যত মানবজাতি!

%%%%%%%%%%(সমাপ্ত)%%%%%%%%%
১২/৩/'১৭