প্রত্যুষবেলা মেঘলা আকাশ
           নেমেছে আঁধার ধরাতলে,
ধরনীর সনে প্রকৃতি ওগো
            অর্হনিশি যায় যে খেলে!
     সাতসকালে আঁধারছায়া
     ঢাকিছে ধরিত্রীর কায়া
বসুমতী তাই মরে তাই
             চিন্তিয়া আপন বিরহানলে!
প্রত্যুষবেলা মেঘলা আকাশ
              নেমেছে আঁধার ধরাতলে!

সেই হরষ নাই যে অদ্য
         আর্দ্র ধরায় রবির আলো
পশেনি এখনও নৃত্য করি
         তাই পরিবেশ লাগেনা ভালো!
   বিহগকাকলিতে নাই মিষ্টতা
   লাগিছে যেন শুধুই শূন্যতা
অহন-শুরুর নবশুভক্ষনে
         হেরিতে ভালো লাগে কি কালো!
সেই হরষ নাই যে অদ্য
         আর্দ্র ধরায় রবির আলো!

শুরুতে এমন তিমিরআভা,
          চিত্তে পুলক নৃত্যে কি আর!
মেঝের 'পরে ছাদের নীচে
          নাই তো কিছু করার আমার!
    আমি তো এক ক্ষুদ্র প্রানী
    তাই প্রকৃতি সদাই মানি,
এই পৃথ্বীর সকল অঙ্গ
           প্রকৃতির নিকট সদা মানে হার!
শুরুতে এমন তিমিরআভা
           চিত্তে পুলক নৃত্যে কি আর!

@@@@@@@(সমাপ্ত)@@@@@@@@@