বসন্ত এল মোর মাঝেতে
         ফুটিল না তো কুসুমকলি,
শুনিলাম না গুঞ্জনতান
         এল না বাগে কোনো অলি!
     নাই হরষের নবীন তান
     বসন্তে দূত গাহেনা গান
মনে হয় যেন মরুর মাঝে
          চিরতরে আমি গিয়াছি তলি!
বসন্ত এল মোর মাঝেতে
           ফুটিল না তো কুসুমকলি!

ছুটেনি সৌরভ প্রসূন-বাগে
             আগাছায় ভরা এ-প্রসূনোদ্যান,
বসন্ত এল মোর মাঝেতে
              নাচিল না চিত্ত নৃত্যিল না প্রান!
         ছন্দ হারা এ জীবনখানি
         শুষ্কতাকেও লইছে মানি
আমার এ-বাগে প্রকৃতি সদা
               যায় করে ধূলিকনা ধোঁয়সা দান!
ছুটেনি সৌরভ প্রসূন-বাগে
               আগাছায় ভরা এ-প্রসূনোদ্যান!
      
এ-শুষ্ক বসন্ত লয়ে বুঝি হায়
          কেটে যাবে মোর এ-দুর্লভবেলা,
সকল আশ ত্যাগ করিয়া
          করিতেছি হেথা সকল খেলা!
    নাই জীবনে কোনো বর্ননাচ্ছটা
    একটি প্রসূনও নাই তো ফোটা
হরষ মোকে লাভ না করেই
         ত্যাজিতে হবে হায় ভবের মেলা!
এ-শুষ্ক বসন্ত লয়ে বুঝি
          কেটে যাবে মোর এ-দুর্লভবেলা

""""""""""""""""""""""""""সমাপ্ত""""""""""""""""""""""""""""""
//////////////////////////////////////////////////////////