পিতা, এরা তো আমায় করেনি গ্রহন
দিতেছে মোকে ন্যায়ের সাজা,
তোমার আদেশ করে অমান্য
নিজে নিজেই হতেছে রাজা!
অসহায়ে আজ সদা অত্যাচার
নেত্রযুগল সহে না যে আমার
চারিধারে উঠেছে গো রব
"অন্যায়ের ঢাক মৃদঙ্গ বাজা!"
এরা তো আমায় করেনি গ্রহন
দিতেছে মোকে ন্যায়ের সাজা!
পিতা, যাকে বাঁচালাম প্রানে আমি
সে চাহে মোকে মারতে প্রানে,
সেও সমানে উঠেছে মাতি
অন্যায়ের ওই শ্রুতিকটু গানে!
নরের নিকট তুমিও পাওনি ছাড়
দেখেছো নরের চরম এ-বাড়
আমি কি আর গো বাদ থাকিব
এভাবেই বুঝিব জীবনের মানে!
যাকে বাঁচালাম প্রানে আমি
সে চাহে মোকে মারতে প্রানে!
পিতা, তোমার আদেশে এলাম হেথা
করতে আপন কর্তব্য পালন,
এরা আমায় খাচ্ছে চিবিয়ে
মাঝে মাঝে চলছে লেহন!
যা ঘটিছে করাও যে তুমি
ওহে ত্রিক্ষ্মার অনন্য স্বামী
কিন্তু হেথায় বর্বরতার সহিত
হবে কি মোর সদা আলাপন?
তোমার আদেশে এলাম হেথা
করতে আপন কর্তব্য পালন!
.......................সমাপ্ত........................
......................................................