সমাজ আমায় দেয়নি সুযোগ
বাঁচতে নিজের মতো করে,
রেখেছে সদাই পর করে হায়
সদাই টুঁটি টিপে মোর ধরে!
রাজনীতির হিংস্র ছলনায়
স্বীকার হতে হলই আমায়
এই হিংস্র রাজনীতিচাল হায়
শেষ হবে আরও কত পরে!
সমাজ আমায় দেয়নি সুযোগ
বাঁচতে নিজের মতো করে!
রক্তপিপাসু মূর্খ নেতাদল
নাম সইয়েরও নাই ক্ষমতা,
করেছে আমায় কালিমালিপ্ত
সমাজে নাই কোনো সত্যতা!
সমাজে এ-হেন অত্যাচার,
কেড়েছে সুখ সকল আমার
বেঁচে আছি আজ অসহায় হয়ে
মোর মাঝে যে নাই যথার্থতা!
রক্তপিপাসু মূর্খ নেতাদল
নাম সইয়েরও নাই ক্ষমতা!
যারা ছিল বেশ ভালোই ছিল
এরা আবার এল হায় কারা,
চোর পালিয়ে ডাকাত এল--
সবকটাই ডাকাত যে এরা!
চোর-ডাকাতের পরে কে
আবার কে আসবে যে হে,
জলদস্যু আসবে বুঝি
জলপথেও করবে কাটামারা!
যারা ছিল বেশ ভালোই ছিল
এরা আবার এল হায় কারা!
$$$$$$$$$$$$$সমাপ্ত-------------------