অতীতে ঘটা হাজার স্মৃতি
হৃদয় কি আর ভুলতে পারে--
ভুলে গেছে বলে সে যে
শুধু ভোলার ভানটি করে!
বলে ভুলে গেছি সব
ভেতরে কিন্তু কলরব
বাইরে বলে হয়নি কিছুই
ভিতরে শুধু গুমরে মরে!
অতীতে ঘটা হাজার স্মৃতি
হৃদয় কি আর ভুলতে পারে!
পাশাপাশি বসে কত
যে
কথা আর কত যে আলাপন,
কত আবেগ কত নেশা
অন্তরালে সদা হায় সংগোপন--
এতকিছু যায় কি ভোলা
শুধুই যে হয় ছলাকলা,
শুধু ভোলার ভানটি করে
মিথ্যায় হৃদি স্বয় করে সমার্পণ!
পাশাপাশি বসে কত যে
কথা আর কত যে আলাপন!
মুক্তাখচিত সেই শুভ্র হাসি
মধুরকণ্ঠের সেই গীতি
স্মৃতি হইয়া ক্রমবর্ধমান সে
তাই তো বাড়ে হৃদয়প্রীতি!
কিছুই না হৃদি গো ভুলতে পারে,
শুধিই হায় ভোলার ভানটি করে
বাইরে যতই তর্ক করুক
ভেতরে অতীত সকল স্মৃতি!
মুক্তাখচিত সেই শুভ্র হাসি
মধুরকণ্ঠের সেই গীতি..........
-------সমাপ্ত,,,,,,,,,