চলি আমি মোরই পথে
        বহি যা মোর ভালে লেখা,
কিন্তু কেন হঠাৎ করি
        তোমার সনে ঘটল দেখা!
     চলার পথে চিন্তা যত
     অশ্রু ঝরায় অবিরত
তোমার সনে দেখা হতেই
        অনেককিছুই মোর হল শেখা!
চলি আমি মোরই পথে
         বহি যা মোর ভালে লেখা!

হঠাৎ করি সাক্ষাতিলাম
          চলার পথে তোমার সনে,
একপলক দেখেই তোমা
          অগাধ স্মৃতি পড়ে যে মনে।
   ভালো ও মন্দে অতীত বাঁধা
   নেত্রে আজ শুধুই যে ধাঁধাঁ
আমি কি সত্যিই হেরে গেলাম
            জীবনের মহা সমর--রনে!
হঠাৎ করি সাক্ষাতিলাম
             চলার পথে তোমার সনে!

(অসম্পূর্ণ)