ওগো প্রেয়সী, তুমি আমায় ত্যাগ করেছো
কে আর মোকে করবে গ্রহণ?
আমার এই ক্রন্দনধ্বনি
কে বলো আর করবে শ্রবণ?
ঘুণ ধরেছে হায় মোর মাঝেতে
রমণী হিসেবে বরিবে আমাতে
কে বলো গো প্রেয়সী আমার--
কে মোকে আর করিবে গো ধারণ?
তুমি মোকে ত্যাগ করেছো
কে আর মোকে করবে গ্রহণ?
ওগো প্রেয়সী, তোমরা জীবনে মোর অবদান
একটুও আর মনে রেখো না,
অগাধ স্মৃতি যে ব্যথিবে গো তোমা
এমন ব্যথা হৃদে ধরো না!
করেছি তোমার তো অনেক কিছু
কোনো প্রতিশ্রুতিতে হঠিনি পিছু
কিন্তু এসব স্মৃতি লয়ে আর
আদৌ মালা তুমি রচো না!
তোমার জীবনে মোর অবদান
একটুও আর মনে রেখো না!
ওগো প্রেয়সী, রূপ-যৌবন সমার্পিয়া ওগো
এক পুরুষের কোমল করে,
শয়নে-স্বপনে ভাবিবে আমায়
দীর্ঘ সকল নিশি দিশি ধরে--
এ তো যে এক ভারি অন্যায়
পর পুরুষকে কেন ভাবো হায়
নারীর জীবনে এ সবচেয়ে বড় পাপ
খেতে খেতে এক অন্য চেষ্টা করে!
রূপ-যৌবন সমার্পিয়া ওগো
এক পুরুষের কোমল করে..........!
-----------------------সমাপ্ত-----------------------------
---------------------------------------------------------
23/02/'17