আমার আঁখিলোরে আছে
মনুষ্যেত্বর সূক্ষ্ম হিসাব তব,
মোর লোচনের শ্বেতবিন্দুধারা
একে একে হায় বলছে সব
কী ঘটেছে গো তোমরা সনে,
বসে ভাবি তাই আপন মনে
তুমি তো সব জানো গো প্রিয়া
নতুন করি কী আর কব!
আমার আঁখিলোরে আছে
মনুষ্যত্বের হিসাব তব!
ভুল বুঝো না তুমি গো আমায়
দুষিতেছি না তোমায় আমি,
এ তো মোর হায় কর্মফল
দিয়েছে সাজা মোকে গৃহস্বামী!
দুষিতে তোমা মোর নয় অভিপ্রায়
কিছু কথা শুনাইছি গো তোমায়
রাগ করো না,একটু হাসো
কেন অভিমান যে করছো তুমি!
ভুল বুঝো না তুমি গো আমার
দুষিতেছি না তোমায় আমি!
ভাবতে তোমায় কাল কেটে যাক
এটাই তো মোর হায় মনোবাসনা,
না পেয়েও যদি পেয়ে যাই তোমা
তাহলে কেমন গো হয় বলো না!
তোমায় পেলে ওগো স্বপ্নঘোরে,
যদি তোমা পাই সারা নিশি ধরে
কী আর এমন অভাব থাকে
কারও সনে যেন আর এমন খেলো না!
ভাবতে তোমায় কাল কেটে যাক
এটাই তো হায় মোর মনোবাসনা!
---------------------সমাপ্ত-----------------------------
--------------------------------------------------------