আর কত দিন অরন্য মাঝে
        থাকব আমি বাঘের গালে,
তীক্ষ্ণ দাঁতে রক্ত ঝরে
        এই কি ছিল মোর ভালে!
    বাঘের মুখে আমি গো একা
    নাই তো হেথা কারও দেখা,
আমি কেন আছি গো পড়ে
        এমন ভাবে বাঘের পালে!
আর কত দিন অরন্য মাঝে
         থাকব আমি বাঘের গালে!

ত্যাজিতে চাই এই অরন্য
        বাহিরিতে চাই বদন হতে,
যা ঝরেছে রক্ত গো মোর
        ঝরাতে না চাই আর আঘাতে!
   বাঘের গালে থাকব না আর
   সহে না মোর ওই দাঁতের ভার,
সেই ব্যবস্থা করিতে চাই
        মুক্তি আমি পাব গো যাতে!
ত্যাজিতে চাই এই অরন্য
        বাহিরিতে চাই বদন হতে!

মুক্তি মোকে পেতেই হবে
       বসাইব এই ব্যাঘ্রে ছুরি,
ত্যাজি অরন্য অনায়াসেই
       মানবালয়ে আমি আসব ফিরি!
   মুক্তিসংগ্রাম চালিয়ে যাই
   দেখি কবে মুক্তি পাই,
মনে মোর আছে গো আশা
       পূর্বের জায়গায় আমি আসব ঘুরি!
মুক্তি মোকে পেতেই হবে
        বসাইব এই ব্যাঘ্রে ছুরি!

৳৳৳৳৳সমাপ্ত-----------