নিশি দিশি বদ্ধ আমি
স্বপ্নের বেড়াজালে
মুক্তি আমার নাই ওগো
যাবে না এ-বাঁধন খুলে!
জেগে স্বপ্ন সকল দিশি
রাতেও স্বপ্ন ঘুমের ঘোরে,
কত রঙিন আভা আসি
আমায় ওগো জড়িয়ে ধরে!
নারীর স্বাদ না চাহিলেও
নিশিতে আমি পেয়ে যাই তা,
আরও কত শত আবেগ
নাড়াতে মোকে কম করে না!
পার্থিব সম্পদ মোর চরম শত্রু
তবুও মোকে সে ছাড়তে নারে,
কত ভ্রমই না ঘটায় যে সে
রজনীতে মোর হায় ঘুমের ঘোরে !
স্বপ্ন হেরা তো মানবের স্বভাব
তাই আমিও হেরিয়া চলি,
বাস্তবে কিন্তু আমি এ-গুলিকে
দিয়ে দেই সদা গো জলাঞ্জলি!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;সমাপ্ত::::::::::::::::::::::::::::::::::
::::::::::::::::::::::::::::::::::::;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
20/02/'17