জটিল পথে সুখান্বেষণ

সংক্ষিপ্ত বর্ণনা

এমন নিবিড় অরন্য মাঝে
আর কতদিন থাকব আমি
বন্যজন্তুর হিংস্রতায় গো
ভীত-সন্ত্রস্ত ওহে স্বামী!
এই অরন্যে গো বাঘের গালে
আছি বল কোন পাপের ফলে,
এমন পরিবেশের মাঝে
কেমন করে হায় গো থামি!
এমন নিবিড় অরন্য মাঝে
আর কতদিন থাকব আমি!

আমিও তো চাই মুক্ত বায়ু
মাথার উপর উদার নীল,
দিগন্তের রঙিণ আভা
দিনের সনে রাতের মিল!
এ গহীন বিরাট অরণ্য মাঝে
অহর্নিশ হায় চিন্তা বিরাজে,
চিত্ত তো মোর কাঁদিয়া মরে
সহে না একাকিত্ব একতিল!
আমিও তো চাই মুক্ত বায়ু
মাথার উপর উদার নীল!

অরণ্য মাঝে শ্রুতিকটু
শব্দ মোকে নেয় গ্রাসি,
বিজন আবাস গ্রাসিছে মোকে
বদনে তাই নাই তো হাসি!
এ অরণ্য ত্যাজিব কবে
যাব যেথা আছে সবে,
পৌঁছিতে কি পারিব আমি
না কি হেথা আপনায় দেব নাশি!
অরণ্য মাঝে শ্রুতিকটু
শব্দ মোকে নেয় গ্রাসি!

;;;;;সমাপ্ত----------