বেঁধেছি তোমায় অটুট বাঁধনে
          কে টুটিবে এই বাঁধনখানি,
তোমার তরে প্রেমের গোলাপ
           যতন করি বহিয়া আনি!
  তেরো নদী আর সাত পারাবার
   সাহস করি হইয়া গো পার
আনিলাম যে রক্ত-গোলাপ
            অমূল্য বলিয়া উহারে জানি!
বেঁধেছি তোমায় অটুট বাঁধনে
             কে টুটিবে এই বাঁধনখানি!

এ বাঁধন তো টুটিবার নহে
        অটুট রবে এ সারাটা জীবন,
ছিন্নিবে কে তোমায় আমায়
         এ দেহে আসুক-না গো মরণ!
   কত আবেগে বেঁধেছি তোমায়
    কত উপভোগ করছো আমায়,
কী আছে আর মোদের বাকি
          ছিন্ন কি হয় এই বাঁধন!
এ বাঁধন তো টুটিবার নহে
           অটুট রবে এ সারাটা জীবন!

মোদের বাঁধন টুটলে মোরা
         তবেই শিথিল হইবে ইহা,
এমন প্রয়াস তুমি-আমি গো
         আদৌ গো না করি আহা!
  নতুন জগৎ গড়তে যে গো চাই
   দুইয়ের তো কোনো কুণ্ঠা নাই,
দুইয়ের দ্বারা এই ধরাতে
           মিটবে দুইয়ের মানবলাহা!
মোদের বাঁধন টুটলে মোরা
           তবেই শিথিল হইবে ইহা!

::::::::সমাপ্ত০০০০০০০
২৯-০৯-'১৭