মরুভূমি ত্যাজি কবে
       যাবো আমি লোকালয়ে,
মরুতে বালুকার 'পরে
       আছি আমি সদা শুয়ে!
  মরুদ্যানে কাটে মোর দিন
  মনবল মোর হতেছে ক্ষীণ,
বাঁচা কি যায় এমন করি
        ছোট্টো মরুদ্যান এক নিয়ে!
মরুভূমি ত্যাজি কবে
         যাবো আমি লোকালয়ে!

উড়ছে বালু মরুর বুকে
       পেতেছি প্রগাঢ় তপ্ততার স্বাদ,
বিজন আমি ত্রাসে মরি তাই
       চিৎকারি আর হই উন্মাদ!
  আর চাই না মরির বুকে
   থাকতে আমি এমন সুখে
জনজীবন থেকে আমি হায়
         সদাই পড়ে রয়েছি বাদ!
উড়ছে বালু মরুর বুকে
          পেতেছি প্রগাঢ় তপ্ততার স্বাদ!

  চাই ফিরিতে সেই ভূমিতে
           যেখানে বিরাজে হরষচ্ছটা,
চাই না থাকিতে মরুতে আর
           কান্না-হাসিতে এ জীবন আঁটা!
   উড়ছে বালি বায়ুর স্রোতে
    ছেদ পড়িছে আপন মতে,
আমি কি নগন্য এতই
            নাই কি আমার বুকের পাটা!
চাই ফিরিতে সেই ভূমিতে
             যেখানে বিরাজে হরষচ্ছটা!

""""""""সমাপ্ত;;;;;;;;