বহু দিবস পরে আমি
আবার এলাম ফিরে
এই আসরে চোখের জলে
এলাম আবার ঘুরে!
নাশিয়া শত ঘাত-প্রতিঘাত
বক্ষে ধরিয়া শত আঘাত
আবার এলাম সকলপানে
ভাসিয়া আজ আঁখিলোরে!
ত্যাজিয়া সকল কবি-বন্ধু
লাভিলাম চিত্তে শত ব্যথা
আসর ত্যাজি ছিলাম যখন
ছিল না বদনে কোনো কথা!
চিন্তা সদাই জাগতো চিতে
ভরেনি মন কোনো গীতে,
নানান চিন্তা করত ওগো
যন্ত্রণায়-পূর্ণ তপ্ত-মাথা!
তোমরা আমায় বাঁধিবে কি
আপন কোমল বাহুডোরে,
না কি আমায় এড়িয়ে যাবে
সমুখ হতে যাবে সরে!
আপন করে নাও গো সবাই
মানসে যেন স্বস্তি গো পাই,
আমায় না সবাই বাহুপাশিলে
কোনো মতেই যাব না ফিরে!
,,,,,,,,,(সমাপ্ত)..........
২৭-০৯-'১৭