প্রভু তোমার সৃষ্ট ধরা
ধরার মাঝে অশ্রু ধারা,
অশ্রু তুমি মুছাও প্রভু
ঢেলে তোমার করুণা ধারা।
মহামারীর বিভীষিকায়
হলো ধরা বিভৎস,
মানুষ বুঝি হারালো তার
জীবন গতির উৎস।
শূন্য হৃদয়ে মরণ ত্রাস
করোনা করিল বিশ্ব গ্রাস।
মুক্ত তুমি করো হে ধরা
দাও হে নতুন আলোর ধারা।
করোনা জয়ে করো দান,
প্রাণের মাঝে আরো প্রাণ,
দাও ফিরিয়ে শক্তি তুমি,
শুনতে পাখির গান,
নিতে ফুলের সুবাস,
দেখতে নীল আকাশ।
প্রাণের তরে মায়া ছেড়ে
বুকে নিলো পাষাণ,
দাও ফিরিয়ে সবার মাঝে,
মায়া ভরা নতুন প্রাণ।
প্রাণের মাঝে দাও প্রাণ
আলো ছড়াক শূন্য প্রাণে,
তোমার সৃষ্টি তোমায় প্রভু
বড়ই আপন জানে।