যত নিদাঘের ব্যথা, রুক্ষতা, ক্লান্তি ভরা মন,
দিলো ভুলিয়ে, নৃত্যের মাঝে, মোহিনীশ্রাবণ,
বর্ষণধারায় নীরস ধরার মাঝে,
কৃষ্ণ মেঘের ঘন ছায়ায়, শ্যামল নাচে মোহমায়ায়,
দেহ তার নব রূপে সাজে,
বহে শাওন বাতাস, মন হলো উদাস,
যত অনুরাগ আজিকে পরানে খোঁজে,
চিত্ত হলো বিবাগী, চায় প্রাণের অনুরাগী,
প্রণয় বীণা মরমে মরমে বাজে।
সঘন গগন মাতনে, প্রেমধারা ঝরে, মেঘ-রমনে,
সুখে হাসে নীরস বসুন্ধরা,
ফুলে ফলে ঘন শ্যামলে, ভরিবে দেহ অতি কোমলে,
শ্রাবণের পরশ দিয়েছে ধরা।