কহিল মোরে দোরে আসি,
বাজিয়ে আপন বাঁশি
- খোল দোর হে পরবাসী।
সাঁতার কেটেছো মনের সাগরে
তুলে সর্পফনা, ভুলে মানব সাধনা
রাবনের শোচনা, জেনেও জাননা,
হয়ে আনমনা, করেছো ছলনা।
হারিয়ে চেতনা, পর ভাবনা
যেতে হবে আজ
ছেড়ে সব রাজ
ভুলে সব ছলনা,
আত্মপ্রবঞ্চনা।