বর্ষাকাব্য খোলে আঁখি
চরণে বাজে নুপুর,
কণ্ঠে রাগে প্রেমের রাগিণী
বসুধা মিলায় সুর।
অরণ্য ছড়ায় পুষ্পসুবাস
অঙ্গে কুসুমবসন,
রতির খেলা খেলবে ধরা
জীবনের পরম সাধন।
কাজলমেঘের স্তন্যধারা
করে পান বসুন্ধরা,
প্রসবে শিশু খোলে আঁখি
সৃজনে নতুন ধরা।