দুঃখ পেতে পেতে দুখের পাল্লা
এতটাই ভারি হয়েছে যে,
তোমার ঐ এক চিলতে সুখ
এখানে নিছকই মূল্যহীন।
অভাব মহাশয় এখানে দানব প্রতিকৃতি
সংসারএ অবিরাম ছড়িয়ে চলেছে ভীতি,
পুঁজিবাদী স্বজনপ্রীতি,
বাড়িয়ে দিচ্ছে গতি।
জীবনের মূল্য এখানে -----------
এক থালা গরমভাত আর নুন,
এতটুকু যোগাতেই ওষ্ঠাগত প্রাণ
দুইবেলা জ্বলে না উনুন।
এখানে ক্ষুধার্তের আর্তনাদ অার
নির্যাতিতের চিৎকারে ভারী বাতাস,
এখানে প্রতিনিয়ত জমা হচ্ছে
জীবনযুদ্ধে পরাজিতের লাশ।
জীবনযুদ্ধে প্রতিনিয়ত আহত হচ্ছি
সভ্যতার দুয়ারে আঘাত হেনে,
অরণ্যেরোদন ছাড়া কিছুই না
অবশেষে নিয়তিকে নিতেই হবে মেনে।