বসন্ত; সেতো ক্ষণস্থায়ী,
গ্রীষ্মের প্রখর তাপে সৌন্দর্য হারায়,
তুমি প্রিয়তমা মোর চিরস্থায়ী,
মিলায়ে যাবে না তোমার রুপ লাবণ্য পান্ডুরতায় ।
ধরার বুকে যাকিছু সুন্দর,
দৈবের বশে হারাবে তার মাধুর্য,
তুমি প্রিয়তমা মনোহর,
প্রতিদিন পূর্ব অপেক্ষা সমৃদ্ধ তোমার রুপ-ঐশ্বর্য ।
সারাদিন ধরে সারাবিশ্বকে আলো করে,
দিনশেষে সূর্যকেও যেতে হয় অস্তাচলে,
তুমি সর্বদা জ্যোতির্ময় আমার হৃদয় ঘরে,
দিনশেষে সূর্যের মত পড়বেনা ঢলে।
মৃত্যুও থমকে যাবে, তোমার রুপ অবলোকন করে,
প্রাণহরণ ভুলে, তোমায় দেখতে থাকবে দুচোখ ভরে ।
২৬শে জুলাই,২০১৪ইং।
বেলা ৩:০০ টা