আকাশ জুড়ে মেঘ জমেছে
বৃষ্টি নামার ছলে,
বংশাই নদীর এ কূল ও কূল
অথৈ বর্ষা জলে।
এমনতর শ্রাবণ দিনে
একলা বসে ঘরে,
স্মৃতি গুলো পিছু ডাকে
তোমায় মনে পরে।
ডিঙ্গি নায়ে তুমি আর আমি
তোমার খোলা চুল,
কুড়ি পঁচিশ দিলাম তুলে
শালুক শাপলা ফুল।
তুমি ছিলে ভিষণ খুশি
চাদের মুখে হাসি,
সাহস করে বলেই দিলাম
তোমায় ভালোবাসি।
রিমঝিম ঝিম শুরু হলো
বৃষ্টি নামার ক্ষন,
সেটাই ছিলো শ্রাবণ দিনে
প্রথম আলিঙ্গন।
পাঞ্জাবিটা তোমার দেয়া
আমার দেয়া শাড়ি,
একগুচ্ছ কদম হাতে
ফিরে ছিলাম বাড়ি।
ভালোই ছিলাম তোমায় নিয়ে
সুখেই ছিলাম বেশ,
হঠাৎ কোথায় হারিয়ে গেলে
হলে নিরুদ্দেশ।
তখন থেকেই একলা কাটে
আমার শ্রাবণ দিন,
তোমার স্মৃতি চোখে ভাসে
আজও অমলিন।