মন যদি হয় উদাসিনী
তোমার্ পরশ পাবারো লাগিয়া
বলিব না কারো কাছে মনের্ বেদনারে
স্মৃতিগুলো রাখিব ধরিয়া
তোমারি পরশ পাবারো লাগিয়া।
বলিব আমি শীতের কুয়াশাকে
আমার মনের কথা
হয়তো তাহারা বুঝতে পারিবে
মোর মনেরো ব্যথা।
তোমার পরশ পাবারো লাগিয়া
হৃদয় মন দিয়া
করিতে পারে মিনতি।
যদি মোর বুঝিতে নাই পারো
আমার মনেরো ব্যথা,
তাহলে বলিব সকালের সূর্যিকে
যাও গিয়া বলো মোর প্রিয়াকে
আমার হৃদয়ের বেদনা ভরে।
তাহার জন্য আজ আছি বসে
মনের দুয়ার খুলিয়া অন্তরে।
যাও যাও হে পৃথিবী
গিয়া বল তাহারে
মোর প্রিয়া যেন আসে ফিরিয়া
আমার হৃদয় পটে।