তুমি এসো প্রিয়া
আমার মরণ কালে,
কাফনের কাপড়ের বদলে
তোমার শাড়ির আচল দিয়ে দিও।
কবরে শুয়াইলে আমায়
সবাই মাটি দিবে
তুমি না হয় দূর থেকেই দেখ।
কবরে আমার রজনী গন্ধার
বাগান বুনে দিও,
কবর থেকে নাহয় তোমার
ফুল বাগানের ঘ্রাণ নিব
তাতেই আমি অনেক শান্তিতে রব,
কবরে তোমার ফুল গাছের নিচে।
তোমার ভালবাসার গন্ধ নাহয় নিব
তোমারই ফুল গাছ থেকে।
নাইবা পেলাম তোমার ভালবাসা
বেচে থাকিতে,
মরণে যেন পাই
তোমার শাড়ির আচল গায়ে মাখিতে।।
উৎসর্গ_সাদিয়া পারভিন