যোগ্য সম্মান !
নয়ন ওঝা
আমাদের ছোট গ্রাম
বিলের এক ধারে,
ফসল ফলায় কৃষক মাঠে
সারা বছর ধরে।
কষ্ট ক্লেশ করেন কৃষক
সুখ নাহি চায় নিজে,
সবার জন্য শশ্য ফলায়
বানের জলে ভিজে।
নিজের জন্য ভাবেনা সে
সবার কথা ভাবে,
নতুন ফসল ফলিয়ে তবে
সুখের নিদ্রা যাবে।
এই সমাজে অবহেলিত আজ
কৃষক সম্প্রদায়,
দশের জন্য খেটে মরেন
নিজের জন্য নয়।
সকলের কাছে আজ
মোর আহবান,
কৃষককে দেওয়া হোক
যোগ্য সম্মান।
কৃষকের দুঃখের ভাগ
নিবো সকলে,
সুখে দুঃখে পাশে থাকব
সবাই মিলে।।