ভালোবাসি মা তোমাকে
নয়ন ওঝা  

‘মা’ তোমাকে ভালোবাসি,
ভালোবাসি তোমার মাটিকে,
ভালোবাসি মা তোমাকে।

ভালোবাসি প্রচন্ড রোদে
তরুর কোমল ছায়া।
মা মাগো তুমিবিনে এতো আপন,
আর আছে বলো কেবা।

ভালোবাসি মাগো শীতের প্রভাতে,
শিঁশিঁরে ভেজা দূর্বা ঘাস।
ভালোবাসি মাগো দোল খাওয়া সেই,
ডাঙ্গার সাদা ফুলগুলি কাশ।
  
ভালোবাসি মাগো তোমার বৃক্ষ সন্তান,
কৃষ্ণচূড়ার শাখা।
ভালোবাসি মাগো জোছনা রাতে,
জুনিপোকার মৃদু আলো দেখা।

ভালোবাসি মাগো সুরেলা কন্ঠে,
শোনা পল্লী গীতি।
ভালোবাসি সেই বাইছের ছোপের,
আনন্দ দায়ক স্মৃতি।

ভালোবাসি তোমার গ্রিষ্ম কালের,
শস্য ভরা ক্ষেত্র।
তোমার রুপে তোমার পুত্রের,
জুরায় মাগো নেত্র।

ভালোবাসি মাগো স্বাধীন দেশে,
মুক্ত কন্ঠে ধনী।
জীবন দিয়ে মায়ের সম্মান
রক্ষা করতে জানি,
আমরা স্বাধীন গর্বিত বাংঙ্গালী।।