তুমি কতো সুন্দর
নয়ন ওঝা
হে বিধাতা তুমি কতো সুন্দর
দেখিনি তো তোমার রুপ
দেখেছি তোমার সৃষ্টি,
তুমি কতো সুন্দর দেখিতে
আকুল যে মোর দৃষ্টি।
এই পৃথিবী কতোই না সুন্দর
সবোই তো তোমার মহিমা,
তুমি গো দয়াল অনিন্দ সুন্দর
তুমিই রুপের পরীসিমা।
বৈচিত্র্যময় ধরনির বুকে
দিয়েছো প্রেমের ছোঁয়া,
আনন্দ অভিলাষে মাতিয়ে ভুলেছি,
তোমার রুপের মহিমা
করিও প্রভু তুমি মোদের ক্ষমা।
তোমার রুপের নেশায় আমি
হয়েছি আশক্ত,
দয়াল তোমার দর্শন পেতে
ব্যকুল তোমার ভক্ত।
দর্শন দিয়ে পূর্ণ করো
অবুঝ ভক্তের ধ্যান ,
মুক্ত করো দয়াল তুমি
জাগিয়ে তুলো শান্তি সুখের
সুশীল জ্ঞন।।