তুমি র্বষার স্নিগ্ধতা
নয়ন ওঝা
তুমি কিশোরী
তুমি উদ্দীপ্তা
তুমি সিংহের কেশরী
তুমি বনলতার মুগ্ধতা
তুমি পুষ্পের সুবাস
তুমি ভ্রমরের গুনগুন গান
তুমি মৌ মাসির শত কষ্টে অর্জিত চঞ্চিত সুধা।
তুমি চাতকের তৃষ্ণার্ত বুক
তুমি ভিক্ষুকের চিরো খুদা
তুমি চৈত্রের খরতাপ
তুমি র্বষার স্নিগ্ধতা
তুমি আকাশে সন্ধ্যা তারা
তুমি রাতে চাঁদের শুভ্র আলো
তুমি শরৎ প্রভাতে শিশির ভেজা দূর্বা ঘাস
তুমি অতিথি পাখির কলতানে মুখরিত ঘাস বন।