সততা কি ?
নয়ন ওঝা ।

সততা কি ?
সততা কি শুধুই আন্তরিকতা
আর সৌজন্যেতার ঘনঘটা,
সততা কি শুধু ভালোমানুষিকতা  
যেমন সত্যের পিছু ছোটা।

সততা কি?
সততা কি শুধু স্বার্থ ছেড়ে
মুক্ত মনে বসবাস।
সততা কি শুধু মুখের একটি কথা রাখতে
নিয়েছ তুমি বনবাস।

সততা কি?
সততা কি শুধু সালাম শ্রদ্ধা
ভদ্রতায় সীমাবদ্ধ?
সততা কি শুধু ধর্মের নামে মসজিদে মন্দিরে
করেছ নিজেকে অবরুদ্ধ?

সততা কি?
সততা কি শুধুই সকল নারীকে
ভাবো মায়ের মতোন,
সততা কি শুধু অসহায় অচিন অসুস্থ মানুষের
পাশে থেকে করছো তুমি যতন।

না না না ।
সততা বলতে আমি
জতটুকু বুঝি,
মিথ্যার আড়ালে থেকেও
সত্যকে খুঁজি।  

সত্য সাহসী বলতে বুঝি,অন্যায়,অত্যাচার
ও মিথ্যার প্রতিবাদ,
এগুলোই বলতে বুঝি
সততার আবাদ।

মানুষকে দেখানোর জন্য সত্য সাহসীর
অভিনয় কখনো নয়
এটইতো সততার
আসল পরিচয়।
হ্যা হ্যা এগুলোই সততার আসল পরিচয়,
হ্যাঁ হ্যাঁ এগুলোই  সততার আসল পরিচয়।
সতত সততা সতত সততা,
তুমিই মোর হৃদয়ের বৃহৎ ক্ষুধা।।।