ছেড়ে যদি যাবে।
নয়ন ওঝা..........
ছেড়ে যদি যাবে তবে আসলে কেন কাছে
এতো দিনের মধুর স্মৃতি সবকিছু কি মিছে,
সুখে দুঃখে সাথী হবে বলেছ হাতে দিয়ে হাত
একসাথে পাশে থাকবে প্রয়োজনে খাবে নুন ভাত।
হটাৎ করে ছেড়ে যাবে বলোলি কোন দিন
ভালোবাসো নি কখনো শুধু অভিনয় করছ
তাই তোমার কাছে রইলো আমার ভালবাসার ঋণ।
কান্না দেখে যদি তুমি হও অনেক খুশি
কাঁদতে আমি রাজি তবে প্রতি দিবানিশি,
তোমার খুশির জন্য পারি সকল কিছু করতে
প্রোয়োজনে পৃথিবীটাও পারি আমি ছারতে।
অনেক বেশি ভালোবেসেছি পারনি করতে তুমি গ্রহণ
তোমার ভুলের জন্য তুমি ভেঙ্গেছ আমার মন,
তোমার জন্য প্রার্থনা করি সৃষ্টিকর্তার দারে
সুখে শান্তিতে থাকো যেন সারাজীবন ধরে।
তুমি হলে আমার জীবনের পাওয়া চরম শিক্ষা
সবকিছু উজাড় করে করেছিলাম তোমায় পাওয়ার অপেক্ষা,
বাস্তবতা এটাই যে শুধু অভিনয় করেছ
আপন বলে বুকে নিয়ে পিঠে ছুরি মেরেছ।